Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক ১৯

Language: বাংলা
Language: English Translation
  • অনন্ত স্ফটিকে যৈছে এক সূৰ্য্য ভাসে ৷
    তৈছে জীবে গোবিন্দের অংশ প্রকাশে ৷৷ ১৯ ৷৷

    Purport ("অমৃত-প্রবাহ-ভাষ্য", শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর)

    অনন্ত স্ফটিক-খণ্ডে এক সূৰ্য্য প্রতিভাত হইয়া পৃথক্ পৃথক্ প্রতীতি প্রকাশ করে, সেইরূপ অনন্ত সংখ্যক জীবে গোবিন্দের অংশ যে পরমাত্মা তিনি প্রকাশ পান ।

    একমাত্র সূৰ্য্য যে-প্রকার নিজস্থানে অবস্থানপূৰ্ব্বক অনন্ত স্ফটিকখণ্ডে অনন্তমূর্ত্তিতে প্রতিভাত হন, সেইপ্রকার একমাত্র শ্রীগোবিন্দ গোলোক-বৃন্দাবনে নিত্যপ্রকট থাকিয়া অনন্তজীবহৃদয়ে জীবের সেব্যপুরুষ অন্তর্যামী পরমাত্মারূপে প্রকাশিত হন । “দ্বা সুপর্ণা সযুজা” প্রভৃতি মন্ত্ৰত্রয়ে একবৃক্ষে সেব্যসেবক-ভাবে অবস্থিত জীবাত্মা ও পরমাত্মরূপ পক্ষিদ্বয়ের উল্লেখ আছে। পরমাত্মা জীবাত্মাকে কৰ্ম্মফল ভোগ করান, কিন্তু তাদৃশ ফলভোক্তা হন না । যে-কালে জীব কৰ্ম্মফল-ভোক্তৃত্ব ত্যাগ করিয়া সেব্য-পরমাত্মার মহিমা জানিতে পারেন, তখন নিরঞ্জন হইয়া পরম সমতা বৈকুণ্ঠ লাভ করেন।

Page execution time: 0.0475449562073 sec