শ্রীমদ্ভাগবত (১১ ।৬ ।৪৭)—
মুনয়ো বাতবসনাঃ শ্ৰমণা ঊর্দ্ধমন্থিনঃ ৷
ব্রহ্মাখ্যং ধাম তে যান্তি শান্তা সন্ন্যাসিনোঽমলাঃ ৷৷ ১৭ ৷৷
দিগ্বসন, শ্রমশীল, ঊৰ্দ্ধরেতা মুনিগণ, শান্ত ও নির্ম্মল সন্ন্যাসীসকল ব্রহ্মধাম লাভ করেন ।
উদ্ধব শ্রীকৃষ্ণের সত্বর অন্তর্দ্ধান হইবে জানিয়া তাঁহার শ্রীচরণে প্রার্থনাকালে ভক্তগণের কৃষ্ণচরণ-লাভ সুলভ এবং ক্লেশপর-সন্ন্যাসিগণের পরিশ্রমলব্ধ-সাধনফলে কেবলমাত্র ব্রহ্মলোকপ্রাপ্তি জানাইলেন ।
বাতবসনাঃ (দিগম্বরাঃ বসনহীনাঃ) শ্ৰমণাঃ (শরীরকর্ষণকারিণঃ ভিক্ষবঃ) ঊর্দ্ধমন্থিনঃ (ঊর্দ্ধরেতসঃ) শান্তাঃ (ব্রহ্মনিষ্ঠৈকধিয়ঃ) অমলাঃ (বিষয়মলবর্জ্জিতাঃ সন্ন্যাসিনঃ) তে ব্রহ্মাখ্যং (নির্ব্বিশেষরূপং) ধাম যান্তি (প্রাপ্নুবন্তি) ।