চাটিগ্রাম ও নবদ্বীপ—উভয়ই বিদ্যানিধির বাসস্থান—
চাটিগ্রামে আছেন, এথায়ও বাড়ী আছে।
আসিবেন সংপ্রতি, দেখিবা কিছু পাছে॥
পুণ্ডরীক বিদ্যানিধির নিবাস চট্টগ্রামে হইলেও শ্রীমায়াপুরে তাঁহার একটী গঙ্গবাস-বাটী ছিল। তৎকালে গৌড়পুর নবদ্বীপ নগরে গৌড়দেশের যাবতীয় পণ্ডিতমণ্ডলী আগমন করিয়া স্ব-স্ব-চতুম্পাঠী স্থাপন করিতেন।