বিদ্যা-ধন-কুল-আদি তপস্যার মদে।
তোর ভক্ত, তোর ভক্তি যে-যে-জন বাধে ॥
বিদ্যামদ, ধনমদ, কুলমদ, তপস্যামদ প্রভৃতি অকল্যাণকর অহঙ্কারের মধ্যে অবস্থিত। যে-সকল ভাগ্যহীন মৎসর-প্রকৃতির ব্যক্তি তোমার ভক্তি-স্বরূপ ও ভক্তের মহিমা অবগত নহে, তাহারাই নিজ নিজ বিদ্যা, ধন, তপস্যা প্রভৃতির গর্বে গর্বিত হইয়া ভগবদ্ভক্তকে এবং ভগবদ্ভুক্তের পরমোচ্চ-লাভরূপা ভক্তিকে বাধা দেয়, তাহারা পাপ প্রবণচিত্ত।