বিদ্যা-ধন-কুল-তপস্যাদি-মদমত্ত বৈষ্ণবাপরাধী ব্যতীত আচণ্ডালে
প্রেম বিতরণার্থ অদ্বৈতের প্রভুকে অনুরোধ-রূপ বরপ্রার্থনা:—
অদ্বৈত বলয়ে,—“যদি ভক্তি বিলাইবা।
স্ত্রী শূদ্র-আদি যত মূর্খেরে সে দিবা॥
অদ্বৈত বলিলেন,—যদি ব্রহ্মাদির দুর্লভ ভগবৎসেবা জগতের সকলকে বিতরণ করিবেন, তাহা হইলে যাহারা অযোগ্য বলিয়া বিবেচিত, তাহাদিগকেও সেই প্রেমভক্তি বিলাইতে হইবে। স্ত্রীলোক, শূদ্র ও মূর্খ ভগবৎসেবায় অনধিকারী বলিয়া এতাবৎকাল সাধারণ লোকের বিচার আছে। তাহা পরিবর্তন করিয়া ঐ সকল অযোগ্য পরিচয়ে পরিচিত জনগণের নিকট হরিভক্তি-প্রদান কার্যরূপ কীর্তন-প্রথা তোমার দ্বারাই প্রচারিত হউক।