পরম কৃপায় করে সবারে সম্ভাষ।
শুনিলে শ্রীমুখবাক্য কর্মবন্ধ নাশ ॥
নিত্যানন্দপ্রভুর শ্রীমুখবিগলিত বাক্য যাঁহার কর্ণকূহরে প্রবিষ্ট হয়, তাঁহার আর জড়জগতে ভোগ্যদর্শনের সম্ভাবনা থাকে না। জীব কর্তৃত্বাভিমানে আপনাকে মায়িক বস্তুবিশেষ মনে করিয়া কর্মে প্রবৃত্ত হয়। শ্রীনিত্যানন্দপ্রভুর বাক্য শ্রবণ করিলে জীবের জড়ভোগ পিপাসা বিদূরিত হইয়া আত্মবৃত্তির উদয় হয়। তিনি পরম-অনুকম্পাময়ী বাণীর দ্বারা সকলের সন্তোষ বিধান করেন।