আজানুলম্বিত ভুজ সুপীবর বক্ষ।চলিতে কোমল বড় পদযুগ দক্ষ ॥
তাঁহার হস্তদ্বয় জানুপর্যন্ত লম্বমান এবং বক্ষ পরমোন্নত। পদযুগল কাঠিন্য পরিহার করিয়া সুকোমল হইলেও গমন বিষয়ে বিশেষ সুনিপুণ।