চতুর্বেদীরও বিষ্ণুবৈষ্ণব-নিন্দা-ফলে কুম্ভীপাকে গমন—
চারি-বেদ পড়িয়াও যদি নিন্দা করে।
জন্ম জন্ম কুম্ভীপাকে ডুবিয়া সে মরে ॥
পাপিষ্ঠজনগণ অপরাধক্রমে আপনাদিগকে চতুর্বেদী অগ্নিহাোত্রী প্রভৃতি অভিধানে অভিহিত করিয়াও বিষ্ণুবৈষ্ণব-নিন্দাক্রমে প্রত্যেক জন্মের পরই কুম্ভীপাক-নরকে পতিত হইয়া বিষম ক্লেশ ভোগ করে। তখন তাহাদের চতুর্বেদ-অধ্যয়ন নরক যন্ত্রণারই কারণ হয় এবং বৈষ্ণববিদ্বেষই মুখ্য সামগানের উদগাতা হইয়া পড়ে।