চৈতন্য-নাম-কীর্তনে অস্ফুট-চেতন পক্ষীরও চিন্ময় ধাম প্রাপ্তি—
পক্ষি-মাত্র যদি লয় চৈতন্যের নাম।
সে-ও সত্য যাইবেক চৈতন্যের ধাম॥
অস্ফুট-চেতন পক্ষীও যদি শ্রীচৈতন্যনাম কীর্তন করে, তাহা হইলে তাহারও চিদ্ধর্মে অবস্থান-প্রযুক্ত পরম মঙ্গললাভ ঘটে। বৈকুণ্ঠ-নাম সাধারণ মায়িক শব্দের ন্যায় ভগবদিতর বস্তুবাচক নহেন। সুতরাং সেই নিরপরাধে উচ্চারিত শব্দ নামাভাস-জাতীয় হওয়ায় পক্ষিগণেরও মুক্তি অবশ্যম্ভাবিনী। মুক্ত আত্মা ভগবানের চিন্ময়ধাম লাভ করেন। সেখানে কোন মিশ্র ধর্ম নাই।