মুই যদি বোলাঙ সেই রাজার শরীরে।তবে সে বলিবে সেহ ধরিবার তরে॥
আমি রাজার দেহে অন্তর্যামিসূত্রে যদি তাহাকে তোমাদিগকে ধরিবার জন্য প্রেরণা করি, তাহা হইলেই রাজা তোমাদিগকে ধরিয়া লইবার জন্য আজ্ঞা প্রদান করিবে।