অনন্তব্ৰহ্মাণ্ড-মাঝে যত জীব বৈসে।
সবার প্রেরক আমি আপনার রসে॥
ব্রহ্মাণ্ডে যেস্থানে যত জীব আছে, সকলের হৃদয়ে অধিষ্ঠিত থাকিয়া তাহাদিগকে চিদেকরস আমি স্বয়ং নির্লিপ্তভাবে ঈশ্বর, অন্তর্যামি-পরমাত্মারূপে স্বেচ্ছামত ভ্রমণ করাই। কেহই আমার প্রেরণা ব্যতীত কোন কার্য করিতে সমর্থ হয় না।