স্ত্রৈণ ও মদ্যপ নীতিপরায়ণের বিচারে নিকৃষ্ট হইলেও বৈষ্ণব বিদ্বেষী বেদান্তী অপেক্ষা ভগবানের অধিক কৃপাপাত্র—
স্ত্রৈণ-মদ্যপেরে প্রভু অনুগ্রহ করে।
নিন্দক বেদান্তী যদি, তথাপি সংহারে॥
সাধারণ নীতিপরায়ণ জড়ভোগ-প্রমত্ত জনগণ কেবলাদ্বৈতবৈদান্তিককে স্ত্রীসঙ্গী এবং মাতালদিগের অপেক্ষা উচ্চ আসন প্রদান করেন; কিন্তু জীবগণের প্রতি পরম কারুণিক সর্বতন্ত্র -স্বতন্ত্র ভগবান্ সাধারণের আপাত-দর্শনজনিত বিচার অনুমোদন না করিয়া বৈষ্ণববিদ্বেষী বৈদান্তিকের বিচার সম্পূর্ণ ভক্তিবিরুদ্ধ জানিয়া খণ্ডন করেন; আর দুর্বল, স্ত্রীসঙ্গী ও মদ্যপকে তারতম্য বিচারে অনুগ্রহ প্রদর্শন করেন।