অমন্দোদয়-দয়াকারী মহাপ্রভুর মায়াবাদী, কর্মী ও অন্যাভি লাষীকে বৈষ্ণবনিন্দারহিত হওয়ার উপদেশ প্রদান—
বাহু তুলি’ জগতেরে বলে গৌরধাম।
“অনিন্দক হই’ সবে বল কৃষ্ণনাম॥
দোষের অবর্তমানে দোষারোপ করাকে ‘নিন্দা’ বলে ।কৃষ্ণনাম-গ্রহণকালে নিন্দারহিত হওয়া সর্বতোভাবে প্রয়োজন ।নিন্দারহিত ব্যক্তিই —সর্বোত্তম ।ফলকাম-রহিত ব্যক্তি—সন্ন্যাসী ।তাদৃশ নিন্দারহিত সন্ন্যাসীও যদি বৈষ্ণব-নিন্দা করিয়া বসেন, তাহা হইলে তাঁহার ত্যাগধর্ম ও পরিচর্চারহিত ধর্ম নষ্ট হইয়া অধঃপতন ঘটিয়া থাকে।