Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 172

Language: বাংলা
Language: English Translation
  • গৌরসেবাত্যাগী অদ্বৈত-ভক্তের সংহার-প্রাপ্তি—

    যদি তোরে না মানিয়া মোরে ভক্তি করে
    সেই মোর ভক্তি তবে তাহারে সংহারে

    অদ্বৈত বলিলেন, হে প্রভো, বিশ্বম্ভর, তোমার সেবা পরিত্যাগ করিয়া আমার শিষ্যনাম-ধারী ও অধস্তন পুত্রগণ যদি আমার সেবা করিবার জন্য ব্যগ্র হয়, তাহা হইলে তাহাদের তাদৃশী ভক্তি তাহাদিগকে সংহার করুক, ইহাই আমার প্রতিজ্ঞা ।’ শ্রীঅদ্বৈত-প্রভুকে শ্রীচৈতন্যদেবের নিত্য দাস মনে না করিয়া তাঁহাকে ‘বিষ্ণু’ বুদ্ধি করত গৌরসুন্দরকে ‘লক্ষ্মী’ বুদ্ধি করায় অদ্বৈতের মূঢ় শিষ্যবর্গ অথবা অনভিজ্ঞ অধস্তন সন্তানগণ ভক্তি হইতে বিচ্যুত হন ও নিজেদের সর্বনাশ আনয়ন করেন।

Page execution time: 0.037929058075 sec