ব্যাকরণ-শাস্ত্রে সবে বিদ্যার আদান।
ভট্টাচার্য প্রতিও নাহিক তৃণ-জ্ঞান॥
ব্যাকরণ নামক বেদাঙ্গ বেদপুরুষের মুখ বলিয়া কথিত হয়। সকল বিদ্যার পরিচয়েই শব্দ-সিদ্ধির জন্য ব্যাকরণের আকরত্ব সিদ্ধ হয়। যাঁহারা বিদ্যাদানের অধ্যাপক বলিয়া আত্মপ্রতিষ্ঠা খ্যাপন করিয়াছিলেন, মহাপ্রভু তাঁহাদিগকে বহুমানন না করিয়া স্বীয় বিদ্যা-প্রতিভা প্রকাশপূর্বক তাঁহাদের অগ্রাহ্য করিতেন।