আভিজাত্য সৎক্রিয়াদি-দ্বারা কৃষ্ণসেবা দুর্লভ;
তাহা কেবল উৎকট প্রীতিলভ্য—
জাতি, কুল, ক্রিয়া, ধনে কিছু নাহি করে।
প্রেমধন, আর্তি বিনা না পাই কৃষ্ণেরে ॥
অধিক বংশ-মর্যাদা হইলে কৃষ্ণভক্তি হয় না। আভিজাত্য, সৎক্রিয়া, প্রচুর অর্থাদি দ্বারা কৃষ্ণ-সেবা লাভ করা যায় না। একমাত্র কৃষ্ণে উৎকট প্রীতি দ্বারাই কৃষ্ণ লভ্য হন । কৃষ্ণে প্রীতি না থাকিলে ধনী আভিজাত্যসম্পন্ন কর্মীগণ কৃষ্ণ ভক্ত হইতে পারেন না। কৃষ্ণভক্তিরসভাবিত্রতা মতিঃ ক্রীয়তাং যদি কুতঽপি লভ্যতে । তত্র লৌল্যমপি মূল্যমেকলং জম্মকোতিসুকৃতৈর্ন লভ্যতে ॥’’ (——পদ্যাবলী), “জন্মৈশ্বর্যশ্রুতশ্রীভিরেধমানমদঃ পুমান্। নৈবার্হত্যভিদাতুং বৈ ত্বামকিঞ্চনগোচরম্ ॥’’ (ভাঃ ১৮২৬), “নিষ্কিঞ্চনা বয়ং শশ্বন্নিষ্কিঞ্চনজনপ্রিয়। তস্মাৎ প্রায়েণ ন হ্যাঢ্যা মাং ভজন্তি সুমধ্যমে॥’’ (ভাঃ ১০/৬০/১৪),
“জন্মকর্মবয়োরূপবিদ্যৈশ্বর্যধনাদিভিঃ। যদ্যস্য ন ভবেৎ, স্তম্ভস্তত্রায়ং মদনুগ্রহঃ ॥’’ (—ভাঃ ৮/২২/২৬)।