এই তার প্রমাণ—যবন হরিদাস। ব্রহ্মাদির দুর্লভ দেখিল পরকাশ ॥
অহিন্দুর কুলে হরিদাস জন্মগ্রহণ করিয়াছিলেন, কিন্তু সর্বলোক-পিতামহ বিরিঞ্চি যে দর্শনে বঞ্চিত, সেই অপূর্ব সুদুর্লভ ভগবদ্দর্শন লাভ করিয়াছিলেন।