অপরাধীর অনুশোচনা ও প্রভুর শরণ-গ্রহণ—
সেই কুষ্ঠ রোগী শুনি’ প্রভুর উত্তর। দন্তে তৃণ করি’ বলে হইয়া কাতর।