পূর্বাশ্রমের নাম পুরুষোত্তম ভট্টাচার্য—
পূর্বাশ্রমে পুরুষোত্তমাচার্য নাম তা’ন।
প্রিয়সখা পুণ্ডরীক বিদ্যানিধি-নাম।
শ্রীনবদ্বীপ-লীলায় যিনি পুরুষোত্তম ভট্টাচার্য, তিনিই নীলাচলে মহাপ্রভুর অবস্থানকালে শ্রীদামোদরস্বরূপ বলিয়া প্রসিদ্ধ। তাঁহারই প্রিয়তম বন্ধু ছিলেন —বর্ষীয়ান্ শ্রীপুণ্ডরীক বিদ্যানিধি।