কি শয়নে, কি ভোজনে, কিবা পর্যটনে।দামোদরে প্রভু না ছাড়েন কোনক্ষণে।
শয়নে, ভোজনে, ভ্রমণে সর্বসময়ে শ্রীদামোদর ভগবানের সহায় ছিলেন, কোন সময়েই শ্রীস্বরূপ মহাপ্রভুর সঙ্গচ্যুত হইয়া থাকে না।