Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক ৫৬

Language: বাংলা
Language: English Translation
  • সহস্র শিরার একটীমাত্র শিরোপরি বিন্যস্ত এই ভূমণ্ডলকে সামান্য-সর্ষপতুল্য-অনুভবকারী সহস্ৰবদনের বীর্য সহস্র বদনেও বর্ণনাতীত

    মূর্ধন্যর্পিতমণুবৎ সহস্ৰমূধ্নো
    ভূগোলং সগিরিসরিৎসমুদ্রসত্ত্বম্‌
    আনন্ত্যাদবিমিত-বিক্রমস্য ভূম্নঃ
    কো বীর্যাণ্যপি গণয়েৎ সহস্রজিহ্বঃ ৫৬

    অন্বয়। আনন্ত্যাৎ (অপরিমেয়াৎ হেতোঃ) অবিমিত বিক্রমস্য (অনন্তবীর্যস্য তস্য) ভূম্নঃ (বিভোঃ) সহস্ৰমূর্ধ্নঃ  (সহস্র শিরসঃ ভূ-ধারিণঃ অনন্তদেবস্য) মূর্ধনি (একস্মিন্ এব মস্তকে) সগিরিসরিৎসমুদ্রসত্ত্বং (গির্যাদিভিঃ সহিতং) ভূ লোকং (ভূমণ্ডলম্‌ ) অর্পিতম্ (ন্যস্তং সৎ) অণুবৎ (ভাতি ইত্যর্থঃ); সহস্রজিহ্বঃ অপি (সহস্রবদনঃ ভূত্বাপি) কঃ (জনঃ তস্য ভগবতঃ শ্রীঅনন্তস্য) বীর্যাণি গণয়েৎ (তস্য ভগবতঃ লীলাদীনি বর্ণয়িতুং কোঽপি ন সমর্থঃ ইত্যর্থঃ)॥৫৬॥

     অনুবাদ। অপরিমেয়ত্ব-হেতু যাঁহার বিক্রমের পরিমাণ করা যায় না, সেই বিভূ সহস্ৰশীর্যা ভগবান্ শ্রীঅনন্তদেবের একটীমাত্র মস্তকে সমগ্র গিরি, নদী, সাগর ও জন্তুগণের সহিত এই ভূমণ্ডল ন্যস্ত থাকিয়া অণুর ন্যায় প্রতিভাত হইতেছে, সহস্র জিহ্বা লাভ করিয়াও কে-ই বা তাঁহার বীর্যসমূহ গণনা করিতে পারেন?৫৬॥

    তথ্য। শ্রীজীবপ্রভু স্ব-কৃত ‘ক্রমসন্দর্ভ’-টীকায় বলেন যে, শ্রীভগবদ্‌বিগ্রহের মধ্যম পরিমাণ সত্ত্বেও তাঁহার বিভুত্বহেতু ভূমণ্ডলের অণুত্ব কথিত হইল॥৫৬॥

Page execution time: 0.0418319702148 sec