কৃষ্ণ বিরহোন্মাদ :—
ভাবশাবল্যে রাধার উক্তি, লীলাশুকে হৈল স্ফুৰ্ত্তি,
সেই ভাবে পড়ে এক শ্লোক ।
উন্মাদের সামর্থ্যে, সেই শ্লোকের করে অর্থে,
যেই অর্থ নাহি জানে লোক ॥৫০॥
৫০।লীলাশুক—বিল্বমঙ্গল গোস্বামী।
৫০।পাঠান্তরে—লীলাসুখ ।