লক্ষ্মীরও কৃষ্ণমাধুৰ্য্যাস্বাদনে লোভ কিন্তু অসামর্থ্য :—যেবা লক্ষ্মীঠাকুরাণী, তেঁহো যে কাকলী শুনি,কৃষ্ণ-পাশ আইসে প্রত্যাশায়।না পায় কৃষ্ণের সঙ্গ, বাড়ে তৃষ্ণা-তরঙ্গ,তপ করে, তবু নাহি পায় ॥৪৭॥