Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

পরিশিষ্ট

Language: বাংলা
Language: English Translation
  • শ্রীমহাভারতে ৪৮টী সংস্কারের কথা উল্লিখিত আছে। তন্মধ্যে তাপ, পুণ্ড্র ও নাম―এই তিনটী কনিষ্টাধিকারগত সংস্কার। মধ্যমাধিকারে মন্ত্র ও যোগ বা যাগ―এই দুইটী লইয়া তাপাদি পঞ্চসংস্কার। উত্তমাধিকারে নবেজ্যা কৰ্ম্ম, পঞ্চবিংশতি সংস্কারাত্মক অর্থপঞ্চকতত্ত্বজ্ঞান এবং বিপ্রত্বসাধক নয়টী সংস্কার-প্রদাতৃত্ব বিদ্যমান। মন্ত্রের উপদেশ যে দীক্ষা-বিধান, তাহাতে দ্বিজসংস্কারে গর্ভাধানাদি দশটী সংস্কার গ্রহণের ব্যবস্থা অন্তর্ভুক্ত আছে। মহাভাগবত-অধিকারে নয়টী সংস্কার প্রদানের যোগ্যতালাভরূপ সংস্কার। সর্ব্বসমষ্টি ৪৮ সংখ্যা। শ্ৰীযামুনাচাৰ্য্য ও অপ্যয়দীক্ষিতাদি যে চত্বরিংশৎ সংস্কারের কথা বলেন, তাহাতে বিপ্রত্বকে একটী সংস্কার গণনা করিলে চল্লিশটী সংস্কার সিদ্ধ হয়।

    শ্রীঅর্থপঞ্চক সমাপ্ত

Page execution time: 0.101655960083 sec