দেবীদাস গান্ধী মীরাটে
মীরাট হইতে প্রকাশ, শ্ৰীযুত দেবীদাস গান্ধীকে দিল্লী জেল হইতে এখানে আনা হইয়াছে।
━━━
লক্ষ্ণৌ সামরিক সিনেমা হলে
অগ্নিকাণ্ড
লক্ষ্ণৌ হইতে প্রকাশ যে, গত ৩রা মার্চ্চ সকাল সাড়ে ৫ টার সময় ইষ্ট ইয়র্ক সৈন্যদলের ভবনে এক অগ্নিকাণ্ড হয়. ফলে সামরিক সিনেমা হলের ও লাইব্রেরীর প্রভূত ক্ষতি হইয়াছে। ক্ষতির পরিমাণ ১৮ হাজার টাকা। দমকল ছয়টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়। দুই ঘণ্টা কাল কঠোর পরিশ্রমের পর তবে অগ্নি নির্ব্বাপিত হয়। সেনাদল দমকলের কার্য্য পরিচালনে সহায়তা করে। কেমন করিয়া আগুন লাগিয়াছিল, তাহা জানা যায় নাই।
━━━
গোল টেবিল পরামর্শ কমিটী
নুতন দিল্লী হইতে প্রকাশ, গত ৩রা মার্চ্চ প্রাতঃকাল সাড়ে ১০ ঘটিকায় বড়লাটের প্রাসাদে এবং বড়লাটের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকের পরামর্শ কমিটির আধিবেশন হয়। একমাত্র রাওবাহাদুর ভি, টি, কৃষ্ণমাচারী ব্যতীত কমিটীর অন্যান্য সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রথমে ভবিষ্যৎ কার্য্যসূচীর প্রশ্ন উঠে। ইহা স্থির হয়, যে আগামী শনিবার দিবস কমিটির কাৰ্য্য মুলতুবী রাখা হইবে এবং ২রা মে সোমবার শিমলায় পুনরায় কমিটীর অধিবেশন হইবে।
━━━
রাজশাহীতে ডাক লুঠ
রাজসাহী হইতে প্রকাশ যে, রাজসাহী কলেজ পোষ্ট অফিস হইতে রাজসাহী হেড অফিসে ডাক লইয়া যাইবার সময় গত ২রা মার্চ্চ অপরাহ্নে নাটোরের প্রধান রাস্তার উপর দুইজন অজ্ঞাতনামা লোক ডাকবাহীকে আক্রমণ করে। উক্ত ডাকবাহীকে আহত করিয়া আক্রমণকারীদ্বয় একটি থলে লইয়া চম্পট দেয়। সহরের সৰ্ব্বত্র পুলিশ পাহারা বসিয়াছে।
━━━
পেশোয়ারে ৬০ জন গ্রেপ্তার
পেশোয়ার হইতে প্রকাশ, চরসাদ্দায় মৌলানা সৌকত আলীর পরিদর্শন উপলক্ষে তথায় কংগ্রেস কর্ম্মিগণ তাঁহার বিরুদ্ধে আন্দোলন করেন। ফলে লালকোর্ত্তা পরিহিত ৬০ জন লোককে গ্রেপ্তার করা হইয়াছে।
━━━
অক্সফোর্ডে লর্ড আরউইনের বক্তৃতা
লণ্ডন হইতে প্রকাশ, ১লা মার্চ্চ রাত্রিতে অক্সফোর্ডে বক্তৃতাপ্রসঙ্গে লর্ড আরউইন বলিয়াছেন যে, ভারতের অবস্থা আমি যেরূপ দেখিয়াছি, তাহাতে আমার বলা উচিত যে, ভারতের রাজনীতিকগণের আশা-আকাঙ্ক্ষা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি ও নিজেদের কাজ নিজেরা পরিচালিত করিবার ইচ্ছার সম্পূর্ণ স্বাভাবিক পরিণাম এবং গত এক শত বৎসরের ইতিহাসের অবশ্যম্ভাবী ফল। জগতের অন্যান্য জাতির তুলনায় বৃটিশদেরই তাহার প্রতি অধিক সহানুভূতি প্রকাশ করা, উহা ভাল করিয়া বুঝা উচিত। সকল সরকারেরই চরম অবলম্বন শাসিতের সম্মতি। ভারতের মহান সমস্যায় তাহাদিগকে এই তথ্যটার প্রতি দৃষ্টি রাখিতে হইবে যে, আইন সকল সমাজের মূল। “যদি আমরা ভারতীয় সমাজের ভিত্তিকে শিথিলমূল ও উচ্ছেদ হইতে দিই তাহা হইলে ভারতের প্রতি আমাদের অবিচার করা হইবে। ফলে ভারতের বর্ত্তমান অপ্রীতিকর অবস্থায় আমাদিগকে উভয় প্রকার নীতি অনুসারে চলিতে হইবে। প্রথমতঃ আমাদিগকে রাজ্যের স্থায়িত্ব রক্ষা করিতে হইবে, অন্যদিকে স্বীকার করিতে হইবে যে, কেবল বলপ্রয়োগ দ্বারা কোন ব্যাপারে কেবল এমনই একটা অবস্থা আনা যায় যে, আমরা যে সমাধানের সন্ধান করিতেছি, তাহার জন্য কোন যুক্তি-তর্ক প্রয়োগ করা, অনুরোধ উপরোধ দ্বারা সম্মত করা ও অঘোষ দ্বারা সম্ভব হয় না।”
সভায় উপস্থিত তাঁহার অনেক “ভারতীয় বন্ধু”কে সম্বোধন করিয়া তিনি বলেন, জগতের ইতিহাসে যাহাতে আপনারা ও আমরা মিলিত হইয়া অপূর্ব্ব রকমের একটী সৃষ্টি করিতে পারি, তাহার জন্য আপনারা ও আমরা সম্মিলিত ভাবে চেষ্টা করিয়া ভারতীয় সমস্যার সেরূপ সমাধান করিতে পারিব কি? যদি আমরা তাহা করি, ভবিষ্যৎ বংশধরদের জন্য আমরা এক অপূর্ব্ব অবদান রাখিয়া যাইব।
━━━
জহরলালজীর জরীমানা আদায়
এলাহাবাদ হইতে প্রকাশ যে, পণ্ডিত জহরলাল নেহরুর জরিমানার ৫ শত টাকার বাকী অংশ আদায় করিবার জন্য পুলিস আানন্দ ভবনস্থিত একখানা মোটর গাড়ী ক্রোক করিয়াছে। মোটরখানাকে থানায় লইয়া যাওয়া হইয়াছে। প্রকাশ, মোটরখানি পণ্ডিত জহরলাল নেহরুর কন্যা মিস্ ইন্দ্ৰ নেহরুর নামে রেজেষ্টারী করা।
━━━
জাপান এখনও থামিতেছে না
সাংহাইয়ের সংবাদে প্রকাশ, চীনা সৈন্যরা সাংহাই হইতে ২০ কিলোমিটার পর্য্যন্ত অঞ্চলের বাহিরে প্রত্যাবর্ত্তন করিলেই যুদ্ধ থামিয়া যাইবে বলিয়া যে আশা করা হইয়াছিল, তাহা কাৰ্য্যে পরিণত হয় নাই। সংবাদ আসিয়াছে, টোকিয়োর সমর অফিস যুদ্ধ স্থগিতের স্বাক্ষরিত না হওয়া পর্য্যন্ত প্রত্যাবর্ত্তনকারী চীনা সৈন্যদের অনুসরণ করিবার জন্য জাপানী সৈন্যদের আদেশ দিয়াছেন।
━━━
জাপ সেনাপতির ঘোষণা
সাংহাই হইতে প্রকাশ জাপ নৌবহরের অধিনায়ক এডমিরাল নোমুরা বেলা ২ ঘটিকা হইতে গোলাবর্ষণ করতে নিষেধ করিয়া নৌবাহিনীর উপর অদেশ জারি করিয়াছেন। কারণ জাপানের উদ্দেশ্য সিদ্ধ হইয়াছে। জাপ সেনাপতি জেনারেল সিরাকাওয়াও স্থলবাহিনীর উপর উপরোক্ত মৰ্ম্মে আদেশ জারি করিবেন বলিয়া আশা হইতেছে।
━━━
বিঠলভাই প্যাটেল মুক্ত
ভারতীয় ব্যবস্থা পরিষদের ভূতপূর্ব্ব সভাপতি শ্ৰীযুত বিঠলভাই প্যাটেলের স্বাস্থ্য হানির জন্য আজ তাঁহাকে মুক্তি দেওয়া হইয়াছে। তবে তাঁহাকে সঙ্কটশক্তি অর্ডিনান্স অনুসারে এই মর্ম্মে নোটীশ দেওয়া হইয়াছে যে, তিনি যেন আইন অমান্য আন্দোলনে যোগদান না করেন।
বিশ্বস্ত সূত্রে জানা গিয়াছে, শ্ৰীযুত প্যাটেল যাহাতে আগামী শনিবার বোম্বাই হইতে ভিয়েনা যাত্রা করিতে পারেন, তাহার আয়োজন করা হইতেছে। অবশ্য স্বাস্থ্য সমুদ্রযাত্রার উপযোগী থাকিলেই তবে তিনি করিবেন।
━━━
টাঙ্গাইলে নৃশংস কাণ্ড
টাঙ্গাইল হইতে প্রকাশ যে, ডেপুটি ম্যাজিস্ট্রেট, শ্রীযুক্ত পি, বি চক্রবর্ত্তী কাদন-আলি সেখ, আলিউদ্দিন সেখ ও আর ২জন লোককে তাঁহাদের স্বগ্রামবাসী মাখূসেখকে হত্যা করিবার অভিযোগে দায়রা সোপর্দ্দ করিয়াছেন।
অভিযোগের বিবরণে প্রকাশ, মীর্জ্জাপুর থানার অন্তর্গত বাশতলির মাথুসেখ নামক একজন পুরাতন অপরাধী বনগাঁও গ্রামের কালু ও হামির সেখের বাটীতে আশ্রয় গ্রহণ করে। গত ২১শে এপ্রিল তারিখে আসামীরা মাখূসেখকে একটি ভোজে নিমন্ত্রণ করে। প্রকাশ, আসামীরা তথায় উক্ত মাখূ সেখকে ধৃত করিয়া ফেলে। তৎপরে তাহাকে বাঁকুরি ইয়ারুল্লার বাটীতে লইয়া যাওয়া হয়। আরও প্রকাশ, উক্ত প্রতারিত মাখূসেখকে অতঃপর জহরউদ্দিন নামক জনৈক ব্যক্তির ৩০ ফুট গভীর কূপে জীবন্ত অবস্থায় নিক্ষেপ করা হয়। পরে আসামীরা মৃত্তিকা কদলী. বৃক্ষ প্রভৃতি দ্বারা কূপটা পূর্ণ করিয়া ফেলে। এই ঘটনার অল্প কয়েক দিন পরে পুলিশ হত্যাকাণ্ডের সংবাদ পাইয়া ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উক্ত কূপ হইতে মৃতদেহ বাহির করে।
━━━
পলায়মান আসামী ধৃত
গত ২রা মার্চ্চ মধ্যাহ্নকালে আলিপুর সেন্ট্রাল জেলে একটু চাঞ্চল্যের সঞ্চার হইয়া গিয়াছে। ঐ সময়ে জনৈক বিচারাধীন আসামী জেলের মধ্য হইতে বাহির হইয়া পড়িয়া পলায়ন করিতে চেষ্টা করিয়াছিল। অল্পক্ষণ পরেই অবশ্য ঐ আসামীকে ধরিয়া ফেলা হইয়াছে।
━━━
চীনের যুদ্ধের অবস্থা
সাংহাই হইতে প্রকাশ, বর্ত্তমানে যুদ্ধের অবস্থা নিথর ভাব ধারণ করিয়াছে। চীন সরকারের নিকট জাপানীরা শান্তি সম্পর্কে যে চারিটা দাবী করিয়াছেন, তাহাতে চীন রাজি হইবে না, বলিয়া নৌ সেনপতি কেলীকে (ইংরাজ সেনাপতি) তিনি জানাইয়াছেন বলিয়া পররাষ্ট্র সচিবের বিবৃতির ফলে সশস্ত্র উৎসুকের ভার দেখা যাইতেছে। এ দিকে চীনের অর্থসচিব মিঃ সুং, রয়টারের প্রতিনিধির সহিত সাক্ষাৎকালে তাঁহাকে বলিয়াছেন যে, বর্ত্তমান যুদ্ধবিরতি বা সন্ধি কিছুই হয় নাই এবং যদিও চীনা সৈন্যগণ গোলাবর্ষণ করিতে বিরত থাকিতে আদিষ্ট হইয়াছে, তথাপি তাহারা জাপানের অগ্রগমন প্রতিরোধ করিতে প্রস্তুত। এখানে শান্তির কোন প্রকার আলোচনা হইতেছে না।
━━━