Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

নানা কথা

Language: বাংলা
Language: English Translation
  • সিওনীতে মিঃ সুভাষ বসু

    নাগপুর হইতে প্রকাশ, মিঃ সুভাষচন্দ্র বসুর অবস্থা সম্বন্ধে অনেক গুলি প্রশ্ন গত ৩রা মার্চ্চ মধ্য প্রদেশীর ব্যবস্থাপক সভায় জিজ্ঞাসিত হয়।

    তাহার উত্তরে স্বরাষ্ট্র সদস্য বলেন যে, শ্ৰীযুত বসু বৰ্ত্তমানে সিওনা জেলে আটক আছেন। তাঁহার খোরাকী বাবদ দৈনিক ১৲ টাকা হিসাবে মঞ্জুর করা হইয়াছে। উক্ত ভাতার পরিমাণ সংশোধন করিবার বিষয় সরকার বিবেচনা করিতেছেন। বাঙ্গালা সরকার ও মধ্য প্রদেশীয় সরকারের সহিত পরামর্শ করিয়া ভারত সরকার এই ভাতা নির্দ্ধারিত করেন। তাঁহার প্রতি অন্যান্য আচরণ মধ্য প্রদেশীয় সরকারই স্থির করেন। তবে এ বিষয়ে বাঙ্গালী সরকারের উপদেশ তাঁহারা গ্রহণ করেন।

    গত ৬ই ফেব্রুয়ারী হইতে সুভাষ বাবুর জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীযুত শরৎচন্দ্র বসুও সিওনী জেলে তাঁহার সহিত আটক আছেন।

    বাঙ্গালী পাচকের আগমন সাপেক্ষা জেল সুপারিন্টেণ্ডেন্ট তাঁহার নিজের পাচক দ্বারা তাঁহাদের খাদ্য পাক করাইয়া দেবার ব্যবস্থা করিয়াছেন। জেলের মধ্যবর্ত্তী একটী ক্ষুদ্র প্রাঙ্গণের মধ্যেই শ্ৰীযুত বসুর গতিবিধি সীমাবদ্ধ।

Page execution time: 0.0439119338989 sec