শ্রীচৈতন্য মঠ
(১) আকর মঠরাজ
প্রাচীন নবদ্বীপ, ডাকঘর শ্রীধাম মায়াপুর, নদীয়া
এই মঠরাজে পারমার্থিক দৈনিকপত্র সাত্বত-সম্প্রদায়ের অপ্রকাশি ক্ত ও সুপ্রাচীন গ্রন্থরাজি প্রচারকল্পে ‘নদীয়া-প্রকাশ’ যন্ত্রালয় প্রতিষ্ঠিত হইয়াছেন। এখানে প্রতিবৎসর শ্রীধাম-পরিক্রমানুষ্ঠান ও অগণিত ভক্তগোষ্ঠিসহ কীর্ত্তন প্রচারমুখে মহামহোৎসবাদি ভক্ত্যঙ্গ অনুষ্ঠিত হইয়া থাকে। প্রচারক—ত্রিদণ্ডিস্বামী শ্ৰীমদ্ভক্তিপ্রদীপ তীর্থ রক্ষক―ব্রহ্মচারী শ্রীপাদ নরহরিজী। সহকারী―ব্রহ্মচারী পণ্ডিত শ্রীপাদ গৌরদাস কাব্যব্যাকরণতীর্থ, শ্রীপাদ বীরচন্দ্র ব্রহ্মচারী, শ্রীপাদ নন্দগোপাল ব্রহ্মচারী, শ্রীপাদ ভক্তিবিগ্রহ দাসাধিকারী, শ্রীপাদ মুকুন্দ দাসাধিকারী, শ্রীধৰ্ম্মেশ্বর ব্রহ্মচারী, শ্রীমদন গোপাল ব্রহ্মচারী, শ্রীরেবতীমোহন ব্রহ্মচারী, ভক্ত নরেন্দ্র, হরিপদ প্রভৃতি।
(২) শ্রীগৌড়ীয় মঠ
১৬ নং কালিপ্রসাদ চক্রবর্ত্তী স্ট্রীট, পো: বাগবাজার, কলিকাতা।
টেলিফোন বি, বি, ৪১১৫
মঠরক্ষক―আচার্য্যত্রিক শ্রীপাদ কুঞ্জবিহারী বিদ্যাভুষণ। সহকারী―পণ্ডিত অস্ত্র শ্রীপাদ অনন্তুবাসুদেব পরবিদ্যাভূষণ বি-এ, শ্রীপাদ রাসবিহারী ব্রহ্মচারী, শ্রীপাদ জগদুদ্দ্বারণ দাসাধিকারী বি-এ, ব্রহ্মচারী শ্ৰীকীর্ত্তনানন্দ, ব্রহ্মচারী, শ্রীপ্যারীমোহন, ব্রহ্মচারী শ্ৰীমহানন্দ, পণ্ডিত শ্রীপাদ নবীনকৃষ্ণ পরবিদ্যালঙ্কার ভক্তিশাস্ত্রী সম্প্রদায়বৈভবাচার্য্য, অদ্বয়জ্ঞানদাসাধিকারী বি. এ, শ্রীভববন্ধনচ্ছিদ্ দাসাধিকারী বি- এল, শ্রী অনুপম নয়কোবিদ, শ্রীবিশ্বম্ভর ব্রহ্মচারী, শ্রীহৃদয়গোবিন্দ ব্রহ্মচারী প্রভৃতি।
(৩) যোগপীঠ শ্রীমন্দির
রক্ষক―শ্রীনিত্যানন্দ ব্রজবাসী,
সহকারী—গোস্বামী ভট্টাচার্য্য প্রভু শ্রীরমানাথ, শ্রীপ্রভাতকুসুম ব্রহ্মচারী, শ্রীরামদাস ব্রহ্মচারী। শ্রীসাধন দাস অধিকারী।
(৪) শ্রীবাস-অঙ্গন
রক্ষক―শ্রীকৃষ্ণকারুণ্য ব্রহ্মচারী, ভক্ত শ্রীব্রজেন্দ্র বাবু
(৫) অদ্বৈত-ভবন
রক্ষক—শ্রীবৃন্দাবনচন্দ্র ভট্টাচার্য্য, শ্রীগোকুলদাস বাবাজী।
(৬) কাজীর সমাধিপট
প্রাচীন মায়াপুর, বামন পুকুর (নদীয়া)
রক্ষক―ব্রহ্মচারী শ্রীবিনোদবিহারী।
(৭) স্বানন্দ সুখদ-কুঞ্জ
শ্রীগোদ্রুম, স্বরূপগঞ্জ (নদীয়া)
রক্ষক―ভক্তিকুসুম ডাক্তার ব্রহ্মচারী।
কৃষ্ণকান্তিজী এল, এম, এফ।
(৮) জগন্নাথ গৌড়ীয় মঠ
মমনসিংহ।
রক্ষক―শ্রীকৃষ্ণপ্রেম দাস ব্রহ্মচারী
শ্রীযদুবর ভক্তিশাস্ত্রী এম, এ, বি, এল,
সহকারী―শ্রীউদ্ধবদাস ভক্তিশাস্ত্রী, শ্রীউরুক্রম অধিকারী প্রভৃতি।
(৯) শ্রীগৌর-গদাধর-মঠ
চাঁপাহাটী, সমুদ্রগড়, (বর্দ্ধমান)
রক্ষক―শ্ৰীদীনদয়ার্দ্রনাথ ব্রহ্মচারী,
সহকারী―ভক্ত শ্রীদীনদয়াল দাস।
(১০ শ্রীরূপগৌড়ীয়-মঠ
৮এ মালাকা প্রয়াগ ইউ, পি
রক্ষক—শ্রীসর্ব্বেশ্বরানন্দ ব্রহ্মচারী
(১১) শ্ৰীমোদদ্রুমছত্র
মাউগাছি, জান্নগর, বর্দ্ধমান।
রক্ষক—শ্রীবঙ্কুবিহারী ব্রজবাসী।
(১২) ভাগবত আসন
শ্রীভাগবত প্রেস, কৃষ্ণনগর, নদীয়া।
রক্ষক―শ্ৰীপাদ যজ্ঞেশ্বর দাসাধিকারী,
সহকারী—শ্রী অযদমন ব্রহ্মচারী।
(১৩) শ্রীএকায়ন মঠ
গোবিন্দপুর, হাঁসখালী, নদীয়া।
রক্ষক―শ্রীজগগৌর দাস অধিকারী,
সহকারী―শ্রীকৃপাসিন্ধু দাসাধিকারী, ভক্ত কৃষ্ণপদ, ভক্ত অজয়।
(১৪) শ্ৰীমাধ্ব-গৌড়ীয় মঠ
৯০ নং নবাবপুর রোড্, ঢাকা।
রক্ষক ―শ্রীরাধাবল্লভ ব্রজবাসী, সহকারী―
শ্রীযাদবানন্দ ব্রহ্মচারী, শ্রীনবগৌরাঙ্গ ব্রহ্মচারী, শ্রীমহাপ্রভুদাস ব্রহ্মচারী।
(১৫) শ্রীগোপালজী মঠ
কমলাপুর, ঢাকা।
রক্ষক―দয়ালদাস অধিকারী।
(১৬) গদাই-গৌরাঙ্গ মঠ
রক্ষক ―শ্রীপূর্ণপ্রজ্ঞ ব্রহ্মচারী, শ্রীদধিবামন ব্রহ্মচারী
(১৭) শ্রীভাগবতত্তনানন্দ মঠ।
চিরুলিয়া, বাসুদেবপুর, মেদিনীপুর।
রক্ষক―ব্রজবাসী শ্ৰীভগবানদাসজী। |
(১৮) আমলাষোড়া প্রপন্নাশ্রম
রাজবাধ পোঃ বর্দ্ধমান।
রক্ষক―শ্রীহরিপদ ব্রহ্মচারী, ও ব্রহ্মচারী শ্রীফেনপানন্দ।
(১৯) শ্রীপুরুষোত্তম মঠ
স্বর্গদ্বার, পুরী, উড়িষ্যা।
রক্ষক ―ব্রহ্মচারী শ্রীপরমানন্দ বিদ্যারত্ন,
সহকারী― শ্রীনিমাইচরণ অধিকারী,
শ্রীনদীয়ানন্দ ব্রহ্মচারী, ব্রহ্মচারী শ্ৰীঅনন্ত বিশ্বম্ভর, শ্রীদয়ানিধি পাণ্ডা।
(২০) শ্রীব্রহ্ম-গৌড়ীয় মঠ
আলবরনাথ, ব্রহ্মগিরি পোঃ পুরী।
রক্ষক―ব্রহ্মচারী শ্রীপরমেশ্বরী প্রসাদজী।
সহকারী ―ব্রহ্মচারী শ্রীবিপিনবিহারী।
(২১) শ্রীসচ্চিদানন্দ মঠ
উড়িয়াবাজার, কটক।
রক্ষক―ব্রহ্মচারী শ্রীগদাধর, সহকারী—
শ্ৰীপ্ৰবোধানন্দ ব্রহ্মচারী, শ্রীসৎসঙ্গানন্দ ব্রহ্মচারী।
(২২) শ্রীসনাতন-গৌড়ীয় মঠ
১নং রামাপুরা কাশী।
রক্ষক ―শ্রীনৃসিংহানন্দ ব্রহ্মচারী
সহকারী―শ্রীশিবানন্দ ব্রহ্মচারী, শ্রীনবদ্বীপ ব্রহ্মচারী।
(২৩) শ্রীকৃষ্ণচৈতন্য মঠ
শ্রীনৃসিংহদাস কুঞ্জ, শ্রীধাম বৃন্দাবন।
রক্ষক―ত্ৰিদণ্ডিস্বামী শ্ৰীমদ্ভক্তিশ্রীরূপ পুরী, সহকারী—শ্রীগণপতিনাথ ব্রহ্মচারী।
(২৪) পরমহংস মঠ
নৈমিষারণ্য, সীতাপুর
রক্ষক—ত্রিদণ্ডিস্বামী শ্ৰীমদ্ভক্তিভূদেব শ্রৌতী
সহকারী—শ্রীনন্দদুলাল ব্রহ্মচারী, ও ভক্ত সুদর্শন।
(২৫) শ্রীচৈতন্যগৌড়ীয় মঠ
ভুমুরকুণ্ডা, চিরকুণ্ডা, মানভূম।
রক্ষক—ব্রহ্মচারী শ্রীশম্ভুনাথ।
সহকারী―শ্রীরমানাথ অধিকারী
শ্রীরামতীর্থ দেবঘরিয়া।
(২৬) ব্যাসগৌড়ীয় মঠ
রক্ষক―ব্রহ্মচারী শ্রীসুদর্শনজী, শ্রীননীগোপাল ব্রজবাসী
(২৭) ব্রাহ্মণপাড়া প্রপন্নাশ্রম-মঠ
ব্রাহ্মণপাড়া, পোঃ মাজু, হাবড়া
এখানে ষড়্ভুজমূর্ত্তি শ্রীগৌরাঙ্গের সেবা বর্ত্তমান। রক্ষক―ব্রজবাসী শ্ৰীপ্রাণকৃষ্ণ দাস।
(২৮) দিল্লী গৌড়ীয় মঠ-কাৰ্য্যালয়
৫নং গোপীভবন ডাক্তার লেন, নিউ দিল্লী রক্ষক―ত্রিদণ্ডীস্বামী শ্ৰীমদ্ভক্তিবিজ্ঞান আশ্রম সহকারী―শ্রীকুলশেখর ব্রহ্মচারী শ্রীভুবনেশ্বর ব্রহ্মচারী।
(২৯) গোয়ালপাড়া-প্রপান্নাশ্রম
রক্ষক-ব্রহ্মচারী শ্রীরাধামোহন
(৩০) মাদ্রাজগৌড়ীয় মঠ
নর্থ গোপালপুর, ক্যাথেড্রাল, মাদ্রাজ
রক্ষক―ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ভক্তিহৃদয় বন।
সহকারী—ত্ৰিদণ্ডিস্বামী শ্ৰীমদ্ভক্তিরক্ষক শ্রীধর মহারাজ, ত্রিদণ্ডিস্বামী শ্রীমদ্ ভক্তিসর্ব্বস্ব গিরি শ্রীপাদ জগদানন্দ ব্রজবাসী, ও শ্রীগৌরগুণানন্দ ব্রহ্মচারী।
(৩১) দ্বাদশগোপাল পাট
কাঠাল পুলি, চাকদা, নদীয়া
রক্ষক―শ্রীহরিকিশোর ব্রজবাসী।