Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

বিজ্ঞাপন

Language: বাংলা
Language: English Translation
  • শ্রীধাম মায়াপুরে

    “ঠাকুর ভক্তিবিনোদ ইনষ্টিটিউট্‌” নামে

    উচ্চ ইংরেজী বিদ্যালয়

    খোলা হইয়াছে।

    অভিজ্ঞ ও আদর্শচরিত্র শিক্ষকগণ ছাত্রদিগকে অতি যত্নের সহিত শিক্ষা প্রদান করিতেছেন। বিদেশী ছাত্রণের জন্য বিনা ব্যয়ে সুন্দর বাসস্থানের বন্দোবস্ত হইয়াছে। খোরাকী বাবদ প্রতি মাসে মাত্র ছয় টাকা ব্যয়। স্থান অতীব স্বাস্থ্যকর।

    বৰ্ত্তমামে দ্বিতীয় শ্রেণী পর্য্যন্ত খোলা হইয়াছে, আগামী ২রা

    জানুয়ারী হইতে ১ম শ্রেণী খোলা হইবে।

    সবিস্তার সংবাদের জন্য নিম্নলিখিত ঠিকানা পত্র লিখুন।

    সেক্রেটারী, ঠাকুর ভক্তিবিনোদ ইন্‌ষ্টিটিউট্‌

    শ্রীচেতন্যমঠ, পোঃ শ্রীমায়াপুর, নদীয়া।

    ━━━

    —চৌদ্দ লক্ষ ব্যক্তি উপকৃত—

    হইয়াছে গ্রন্থখানি পাঠে। স্বাস্থ্য অটুট্‌ রাখিতে হইলে কোন্ ২ নিয়মে চলিতে হয়, ভগ্ন স্বাস্থ্য উদ্ধারের উপায় কি, শক্তিশালী হইতে হইলে কোন্‌ নিয়ম পালন করা কর্ত্তব্য ইত্যাদি উপদেশ সম্বলিত বই খনির জন্য আবেদন করুন। নিজ ঠিকানা সহ কার্ড লিখিলেই পাইবেন। পুস্তক খানির নাম “সুখ-পথ প্রদর্শক”

    প্রাপ্তিস্থান:―আতঙ্কনিগ্রহ ঔষধালয়

    ২১৪ নং বহুবাজার স্ট্রীট, কলিকাতা

    ━━━

    শ্রীভাগবত প্রেস

    গোয়াড়ী হাইষ্ট্রীট

    কষ্ণনগর

    এখানের বিবাহের নিমন্ত্রণ-পত্র, প্রীতি-উপহার, কার্ড, গ্রন্থ এবং অন্যান্য যাবতীয় কার্য্য ছাপা হইয়া থাকে। ছাপার দর বাজার দর অপেক্ষা সুলভ। পরীক্ষা প্রার্থনীয়।

    ━━━

    কবিরাজ শশিভূষণ কবিকণ্ঠাভরণের

    পঞ্চাশ বৎসরের আবিষ্কৃত

    বেহালার পাচন

    সর্ব্ববিধ জ্বরের অব্যর্থ মহৌষধ

    মফঃস্বলের সুবিধার জন্য ৬ আঃ শিশিতে ঘনীভূত অবস্থায় ছোটবোতলের সিমপী ঔষধ ডাকে পাঠান হয়, ইহাতে ঔষধের কোন পরিবর্ত্তন করা হয় নাই। মূল্য প্রতি শিশি ॥৹ আনা, পাঁইট ॥৵৹ আনা, বোতল ১৵৹ আনা।

    অফিস-১১নং উল্টাডাঙ্গা রোড, পোঃ শ্যামবাজার,

    কলিকাতা

    ━━━

    হাইড্রোসিল বা কোষবৃদ্ধি রোগ

    ভাঃ এস, এন, ঘোষ বিনা অস্ত্রে, যাবজ্জীবনের গ্যারান্টি দিয়া বৈদ্যুতিক প্রণালীতে কোষবৃদ্ধি রোগ আরোগ্য করিয়া থাকেন।

    ঠিকানা―

    ১৮ নং কটন ষ্ট্রীট, বড়বাজার,

    কলিকাতা।

    ━━━

    যক্ষায় হতাশ হইবেন না

    দৈবপ্রাপ্ত যক্ষার একমাত্র মহৌষধ

    পনর দিনে সম্পূর্ণ আরোগ্য

    রোগী দেখাতে হইবে। অগ্রিম পাথেয় খরচ (যাওয়া এবং আসার) পাঠাইলে গিয়া রোগ দেখা হয় অথবা এখানে আসিলে রোগী দেখিয়া ঔষধ দেওয়া হয় আরোগ্য না হওয়া পর্য্যন্ত পারিশ্রমিক দিতে হইবে না। গরীব রোগীদের খরচ বহন করিয়া চিকিৎসা করা হয়। বিস্তারিত বিবরণের জন্য এক আনর ডাক টিকেট সহ নিম্ন ঠিকানায় অনুসন্ধান করুন।

    শ্রীক্ষিতীশচন্দ্র উকীল, যক্ষ্মা-চিকিৎসক, পোঃ নৈকাঠী, বরিশাল। অথবা নিম্ন ঠিকানায় সাক্ষাৎ করিয়া বিস্তারিত জানিতে পারেন।

    শ্রীযুত রামগোপাল দত্ত এম, এ, কৃষ্ণনগর, নদীয়া। শ্ৰীযুত হরিপদ সিংহ, ১১৭, বেণিয়াটোলা ষ্ট্রীট্‌, হাটখোলা, কলিকাতা।

    একখানি পত্র! আমার ভ্রাতুষ্পুত্র গত ছয় মাস যাবৎ রাজ যক্ষায় ভুগিয়া মৃতপ্রায় হইয়াছিল, কলিকাতার বিজ্ঞ চিকিৎসকগণ তাহার জীবনের আশা ত্যাগ করিয়া শেষ মুহুর্ত্তের জন্য অপেক্ষা করিতেছিলেন। এই সময় শ্রীযুত ক্ষিতীশচন্দ্র উকিল মহাশয় মাত্র ১০ দিন চিকিৎসা করিয়া সম্পূর্ণ আরোগ্য করিয়া দিয়াছেন। (সাঃ) শ্রীযতীন্দ্র কিশোর রায় চৌধুরী (জমিদার খালিয়া) হগ্‌স্ট্রীট্‌, নিউ বিল্ডিং। করপোরেশন হাইটিং ডিপার্টমেন্ট, কলিকাতা।

    ━━━

    শ্রীনবদ্বীপ-পঞ্জিকা

    গৌরাব্দ ৪৪৫

    মাত্র ৵১০ ডাকটিকেট পাঠাইলেই বুকপোষ্টে পাঠান হয়।

    ম্যানেজার গ্রন্থবিভাগ

    শ্রীচৈতন্যমঠ, পোঃ মায়াপুর: নদীয়া।

    ━━━

    ভক্তিবিবেকের সুকুমার মৰ্ম্মহার।

    কীৰ্ত্তন-কানন-কুঞ্জের নব বিকচিত পারিজাত!!

    কাব্য অমরাপুরীর অমিয় অবদান!!!

    ভক্তিবিবেক কুসুমাঞ্জলি

    সেই সৰ্ব্বজন-পরিচিত মধুকণ্ঠ বাগ্মীপ্রবর

    ত্ৰিদণ্ডি শ্ৰীমদ্ভক্তিবিবেক ভারতী স্বামি রচিত

    অনবদ্য ভক্তিবিষয়ক সুধামধুর কবিতা গুচ্ছের চয়ন মহোৎসব।

    যদি আপনি আস্বাদন করিতে চাহেন,

    তবে এখনই এই গ্রন্থ সংগ্রহ করিয়া পাঠ করুন

    পাঠ করিতে করিতে আপনার হৃদয় ভক্তিবিবেকে পরিপ্লুত হইয়া উঠিবে।

    এই গ্রন্থ সম্বন্ধে গৌড়ীয়-সম্প্রদায়ৈক-সংরক্ষক পরমহংস পরিব্রাজকাচাৰ্য্যবর্য্য ওঁ বিষ্ণুপাদ শ্রীশ্রীমদ্ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ স্বয়ং লিখিয়াছেন,—“আমার বড়ই আশা, তাঁহার কবিতাগুলির সৌন্দর্য্য, প্রেমিক ভক্ত-সমাজে আদরের বস্তু হইবে।”

    প্রভুপাদের লিখিত ভূমিকা প্রকাশকের নিবেদন-সম্বলিত, উৎকৃষ্ট এন্টিক্‌ কাগজে মুদ্রিত, সুন্দর বাঁধাই সচিত্র মনোরম গ্রন্থ। ভিক্ষা মাত্র ১৲ এক টাকা।

    প্রাপ্তিস্থানশ্রীচৈতন্যমঠ, পোঃ আঃ শ্রীধাম-মায়াপুর নদীয়া।

    ━━━

    শ্ৰীধাম মায়াপুর নদীয়া-প্ৰকাশ প্রিন্টিং ওয়ার্কস হইতে―কৃষ্ণকান্তিব্রহ্মচারী ভক্তিকুসুম এল, এম, এফ কর্ত্তৃক মুদ্রিত ও প্রকাশিত।

    ━━━

Page execution time: 0.0298700332642 sec