‘বৈবস্বত’-নাম এই সপ্তম মন্বন্তর ৷
সাতাইশ চতুর্যুগ গেলে তাহার অন্তর ৷৷ ৯ ৷৷
বৈবস্বত-নামক সপ্তম মনুর মন্বন্তরে মহাপ্রভুর উদয়কাল। “স্বায়ম্ভুবাখ্যো মনুরাদ্য আসীৎ, স্বারোচিষশ্চোত্তম-তামসাখ্যৌ। জাতৌ ততো রৈবতচাক্ষুষৌ চ বৈবস্বতঃ সম্প্রতি সপ্তমোঽয়ম্।। সাবর্ণির্দক্ষসাবর্ণির্ব্র্রহ্মসাবর্ণিকস্ততঃ । ধৰ্ম্মসাবৰ্ণিকো রুদ্রপুত্রো রৌচ্যশ্চ ভৌত্যকঃ।।” ১। স্বায়ম্ভূব, ২। স্বারোচিষ, ৩। উত্তম, ৪। তামস, ৫। রৈবত, ৬। চাক্ষুষ, ৭। বৈবস্বত, ৮। সাবর্ণি, ৯। দক্ষসাবর্ণি, ১০। ব্রহ্মসাবর্ণি, ১১। ধৰ্ম্মসাবর্ণি, ১২। রুদ্রপুত্র (সাবর্ণি), ১৩। রৌচ্য (দেবসাবর্ণি), ১৪। ভৌত্যক (ইন্দ্রসাবর্ণি)—এই চতুর্দ্দশ মনু। প্রত্যেকের ভোগকাল ৭১ মহাযুগ।