Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক ৫-৬

Language: বাংলা
Language: English Translation
  • অবতারকাল বর্ণন :—

    পূর্ণ ভগবান্ কৃষ্ণ ব্রজেন্দ্রকুমার ৷
    গোলোকে ব্রজের সহ নিত্য বিহার ৷৷ ৫ ৷৷

    ব্রহ্মার একদিনে তিঁহো একবার ৷
    অবতীর্ণ হঞা করেন প্রকট বিহার ৷৷ ৬ ৷৷

    Purport ("অমৃত-প্রবাহ-ভাষ্য", শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর)

    ৫-৬। যে ব্রজেন্দ্রকুমার কৃষ্ণকে পূর্ব্ব পরিচ্ছেদে পূর্ণ ভগবান্ বলিয়া সংস্থাপন করা হইয়াছে, তিনি গোকুলের বৈভবরূপ  গোলোকে ব্রজরসের সমস্ত উপকরণসহ নিত্য বিহার করেন। ইহারই নাম অপ্রকট-বিহার। জগতে অবতীর্ণ হইয়া প্রতিকল্পে অর্থাৎ ব্রহ্মার এক এক দিনে তিনি একবার প্রকট বিহার করেন।

Page execution time: 0.0596919059753 sec