Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক ৪

Language: বাংলা
Language: English Translation
  • আদি ১৪ শ্লোকের মধ্যে ৪র্থ শ্লোক-ব্যাখ্যা :—
    বিদগ্ধমাধব (১।২)—

    অনৰ্পিতচরীং চিরাৎ করুণয়াবতীর্ণঃ কলৌ
    সমর্পয়িতুমুন্নতোজ্জ্বলরসাং স্বভক্তিশ্রিয়ম্ ।
    হরিঃ পুরটসুন্দরদ্যুতিকদম্বসন্দীপিতঃ

    সদা হৃদয়কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দনঃ  ৷৷ ৪  ৷৷

    Purport ("অমৃত-প্রবাহ-ভাষ্য", শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর)

    সুবর্ণকান্তিসমূহদ্বারা দীপ্তমান্ শচীনন্দন হরি তোমাদের হৃদয়ে স্ফূৰ্ত্তিলাভ করুন্। তিনি যে সর্ব্বোৎকৃষ্ট উজ্জ্বলরস জগৎকে কখনও দান করেন নাই, সেই স্বভক্তি-সম্পত্তি দান করিবার জন্য কলিকালে অবতীর্ণ হইয়াছেন।

    শ্রীরূপগোস্বামী বিদগ্ধমাধব-নাটক-প্রারম্ভে এই শ্লোকে (জগতের প্রতি আশীর্ব্বাদপূৰ্ব্বক) মঙ্গলাচরণ করায় তদনুগ গ্রন্থকারও নিজাভীষ্ট-গুরুপাদের অনুসরণ করিতেছেন,—

    চিরাৎ (চিরকালং ব্যাপ্য) অনপিতচরীং (অদত্তপূৰ্ব্বাং) উন্নতোজ্জ্বলরসাং (উন্নতঃ সম্বৰ্দ্ধিতঃ উজ্জ্বলঃ শৃঙ্গাররসো যস্যাং তাং) স্বভক্তিশ্রিয়ং (নিজপ্রেমশোভাং) সমর্পয়িতুং (সম্যক্ দাতুং) কলৌ করুণয়াবতীর্ণঃ (কৃপয়া প্রপঞ্চাগতঃ) পুরটসুন্দরদ্যুতিকদম্বসন্দীপিতঃ (সুবর্ণোণ্থসৌন্দৰ্য্যকান্তিপুঞ্জেন সম্যক্ প্রকাশিত যঃ সঃ) শচীনন্দনঃ হরিঃ বঃ (যূষ্মাকং) হৃদয়কন্দরে (চিত্তগুহায়াং) সদা (সর্ব্বৰ্স্মিন্ কালে অহর্নিশং) স্ফুরতু (প্রকাশয়তু)।

Page execution time: 0.0490679740906 sec