আচার বিনা প্রচারের ব্যর্থতা ও বিষময় ফল :—
শ্রীমদ্ভগবদ্গীতা (৩/২৪)
উৎসীদেয়ুরীমে লোকা ন কুৰ্য্যাং কৰ্ম্ম চেদহম্ ৷
সঙ্করস্য চ কৰ্ত্তা স্যামুপহন্যামিমাঃ প্রজাঃ ৷৷ ২৪ ৷৷
যদি আমি কৰ্ম্মাচরণদ্বারা কৰ্ম্ম-ব্যবস্থা রক্ষা না করি, তবে এই লোক উৎসন্ন হয় এবং সাঙ্কর্য্যের কারণ হইয়া আমিই প্রজাবিনাশক হইয়া পড়ি।।
অর্জুনের কৰ্ম্মবিষয়ক সন্দেহাত্মক প্রশ্নে জড়ভোগবাসনারহিত ভগবানের কৰ্ম্ম (আচার) করিবার উদ্দেশ্য বলিতেছেন,—
চেৎ (যদি) অহং কৰ্ম্ম ন কুৰ্য্যাম্, ইমে লোকাঃ উৎসীদেয়ুঃ (মাং দৃষ্টান্তীকৃত্য ভ্রংশ্যেয়ুঃ), সঙ্করস্য চ কৰ্ত্তা স্যাম্, ইমাঃ প্রজাঃ উপহন্যাং (মলিনাঃ কুৰ্য্যাম্)।