অবতারের কাৰ্য্য :—
পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্ ৷
ধৰ্ম্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ৷৷ ২৩ ৷৷
সাধুদিগের পরিত্রাণ, দুষ্কৃতদিগের বিনাশ এবং ধৰ্ম্মসংস্থাপনের জন্য আমি প্রতিযুগে প্রকাশিত হই ।
সাধূনাং (মদনুশীলনপরাণাং) পরিত্রাণায় (সেবনবিঘ্ননিবৃত্ত্যৈ) দুষ্কৃতাং (ভক্তদ্রোহিণাং মদন্যৈরবধ্যানাং রাবণ- কংস-কেশ্যাদীনাং) বিনাশায়, ধৰ্ম্মসংস্থাপনার্থায় চ (পরিচৰ্য্যাসংকীৰ্ত্তনলক্ষণ-ভগবৎসেবনপর-নিৰ্ম্মৎসরধর্ম্মস্য সম্যগাচরণার্থায় প্রচারার্থায় চ) যুগে যুগে (তত্তৎকালে) সম্ভবামি।