Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক ২২

Language: বাংলা
Language: English Translation
  • অবতারকাল :—
    শ্রীমদ্ভগবদ্গীতা (৪/৭-৮)—
    যদা যদা হি ধর্ম্মস্য গ্লানির্ভবতি ভারত ৷৷
    অভ্যুণ্থানমধর্ম্মস্য তদাত্মানং সৃজাম্যহম্ ৷৷ ২২ ৷৷

    Purport ("অমৃত-প্রবাহ-ভাষ্য", শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর)

    হে অর্জ্জুন, যখন যখন ধর্মগ্লানি উপস্থিত হয় এবং অধৰ্ম্মের অভ্যুণ্থান হয়, তখন তখন আমি আপনাকে প্রকট করি।

    পূৰ্ব্বকালের কথা উল্লেখ করিয়া শ্রীকৃষ্ণ তৎকর্ত্তৃক পূৰ্ব্বে সূৰ্য্যকে কথিত যোগপন্থা কালে নষ্ট হওয়ায় অর্জ্জুনকে পুনরায় তাহা বলা হইল, এরূপ বলিলেন। অর্জ্জুনের প্রত্যয়ের জন্য ভগবান্ স্বীয় আবির্ভাব-কথা-প্রসঙ্গে বলিতেছেন,—

    হে ভারত, যদা যদা হি ধর্ম্মস্য গ্লানিঃ (হানিঃ) অধৰ্ম্মস্য অভুত্থানং (বৃদ্ধিঃ) ভবতি, তদা [ অহং দ্বে সোঢ়ুমশক্লুবন্ তয়োর্বৈপরীত্যং কর্ত্তুং] আত্মানং সৃজামি।

Page execution time: 0.0488228797913 sec