Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক ১৯

Language: বাংলা
Language: English Translation
  • নিজ ভজনশিক্ষা দিবার জন্য স্বয়ং কৃষ্ণের ইচ্ছা :—

    যুগধর্ম্ম প্রবর্ত্তামু নাম-সঙ্কীৰ্ত্তন ৷
    চারি ভাব-ভক্তি দিয়া নাচামু ভুবন ৷৷ ১৯ ৷৷

    তজ্জন্যই ভক্ত ও গুরুরূপে অবতার, প্রচার ও আচার :—

    আপনি করিমু ভক্তভাব অঙ্গীকারে ৷৷
    আপনি আচরি’ ভক্তি শিখামু সবারে ৷৷ ২০ ৷৷

    Purport ("অমৃত-প্রবাহ-ভাষ্য", শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর)

    ১৭-২০। ঐশ্বৰ্যজ্ঞানে, বিধিমার্গে যাঁহারা ভজন করেন, তাঁহারা সার্ষ্টি সারূপ্য, সামীপ্য ও সালোক্যরূপ মুক্তিচতুষ্টয় লাভ করত বৈকুণ্ঠে গমন করেন। ব্রহ্মের সহিত ঐক্যরূপ সাযুজ্য-মুক্তি বিধিভক্তগণও প্রার্থনা করেন না। কিন্তু প্রেমভক্তি পাইলে উক্ত চারিপ্রকার মুক্তিকেও পরিত্যাগপূৰ্ব্বক ভক্তগণ আমার সেবাসুখ লইয়া থাকেন। সেইপ্রকার বিধিভক্তির অতীত প্রেমভক্তি জগতে প্রচার করা আমার অভীষ্ট। আমি কলিযুগের ধর্ম্ম যে নাম-সঙ্কীৰ্ত্তন, তাহা দাস্য, সখ্য, বাৎসল্য, শৃঙ্গাররসের সহিত জগৎকে দিয়া সৰ্ব্বলোককে নৃত্য করাইব ; আপনিও ভক্তভাব গ্রহণ করত স্বীয় আচারদ্বারা জগজ্জীবকে শিক্ষাপ্রদান করিব ।

Page execution time: 0.0329949855804 sec