জগৎ বৈধীভক্তিচালিত, সুতরাং কৃষ্ণপ্রেমে অনভিজ্ঞ : —
সকল জগতে মোরে করে বিধি ভক্তি ৷
বিধি-ভক্ত্যে ব্রজভাব পাইতে নাহি শক্তি ৷৷ ১৫ ৷৷
ঐশ্বৰ্য্য-জ্ঞানে সব জগৎ মিশ্রিত৷৷
ঐশ্বৰ্য-শিথিল-প্রেমে নাহি মোর প্রীত ৷৷ ১৬ ৷৷
১৪-১৬। এ যাবৎ আমি প্রেমভক্তি জগৎকে দান করি নাই । শাস্ত্রাদি পাঠ করিয়া জগতে লোকে বিধিভক্তিতে আমাকে ভজনা করে। কিন্তু আমার পরমভাব যে ব্রজভাব, তাহা বিধিভক্তিতে পায় না। বিধিভক্তিতে ঐশ্বৰ্য্যজ্ঞানই প্রবল। ঐশ্বৰ্য্যভাবে প্রেম শিথিল হয় অর্থাৎ প্রেমে গাঢ়তা থাকে না। সুতরাং ঐরূপ প্রেমে আমি প্রীত হই না।