Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক ১১

Language: বাংলা
Language: English Translation
  • শান্ত ব্যতীত চতুৰ্ব্বিধ মুখ্যরস : —

    দাস্য, সখ্য, বাৎসল্য, শৃঙ্গারচারি রস।
    চারি ভাবে ভক্ত যত, কৃষ্ণ তার বশ ॥ ১১ ॥

    Purport ("অমৃত-প্রবাহ-ভাষ্য", শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর)

    রসই কৃষ্ণলীলার প্রকরণ। রস পঞ্চপ্রকার—শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও শৃঙ্গার। তন্মধ্যে দাস্য, সখ্য, বাৎসল্য ও শৃঙ্গার—এই চারিপ্রকার রসের ভক্তগণের নিকট কৃষ্ণ একান্ত বশ।

    এস্থলে ‘শান্ত’ রসের অনুল্লেখের কারণ এই যে, যদিও জড়জগতে শান্তরস সর্ব্বাপেক্ষা উচ্চস্থানে অবস্থিত, চিজ্জগতে অত্যন্ত নিম্নভাবে শান্তরস অবস্থিত এবং শান্তরস অপ্রাকৃত হইলেও রসের আলম্বন বিষয় ও আশ্রয়গণের পরস্পরের মধ্যে জ্ঞেয় ও জ্ঞাতৃ-ভাবের বিনিময় নাই। এজন্য দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর রসে যথাক্রমে কৃষ্ণপ্রীতির উৎকর্ষ-তারতম্য বিদ্যমান।

Page execution time: 0.033931016922 sec