(২) দ্বিবিধাবতার, (৩) দ্বিবিধ বয়োধৰ্ম্ম :—
অংশ-শক্ত্যাবেশরূপে দ্বিবিধাবতার ৷
বাল্য-পৌগণ্ড-ধৰ্ম্ম দুই ত’ প্রকার ৷৷ ৯৮ ৷৷
অংশাবেশ ও শক্ত্যাবেশ-অবতার অন্যত্র ব্যাখ্যাত হইয়াছে । ইঁহারাও প্রাভব-বৈভবের মধ্যে গণিত হইয়া থাকেন । সঙ্গে সঙ্গে গুণাবতারদিগেরও সেই অবস্থা ।