কৃষ্ণের ছয়প্রকার বিলাস ; (১) দ্বিবিধ প্রকাশ :—
কৃষ্ণের স্বরূপের হয় ষড়্বিধ বিলাস ৷
প্রাভব-বৈভব-রূপে দ্বিবিধ প্রকাশ ৷৷ ৯৭ ৷৷
প্রাভব ও বৈভব—যাঁহাদের হরিতুল্য সচ্চিদানন্দময়মূর্ত্তি এবং যাঁহারা পরাবস্থ হইতে কিঞ্চিৎ ন্যূন । শক্তির তারতম্যে প্রভুতার প্রাবল্যে ‘প্রাভব’ ও বিভুতার প্রাবল্যে ‘বৈভব’-সংজ্ঞা হয় । প্রাভব দুইপ্রকার—একপ্রকার প্রাভব চিরকালস্থায়ী নয় ; তাহার উদাহরণ— মোহিনী, হংস, শুক্ল প্রভৃতি অচিরস্থায়ী অব তার ; ইঁহারা যুগানুগত । দ্বিতীয় প্রাভবের কীৰ্ত্তির অতিশয় বিস্তার হয় না; তাঁহার উদাহরণ—ধন্বন্তরী, ঋষভ, ব্যাস, দত্তাত্রেয়, কপিল ইত্যাদি। কূৰ্ম্ম, মৎস্য, নরনারায়ণ, বরাহ, হয়গ্রীব, পৃশ্নিগর্ভ, বলদেব, যজ্ঞ, বিভু, সত্যসেন, হরি, বৈকুণ্ঠ, অজিত, বামন, সাৰ্ব্বভৌম, ঋষভ, বিষ্বক্সেন, ধৰ্ম্মসেতু, সুধামা, যোগেশ্বর ও বৃহদ্ভানু—এই চতুর্দ্দশ মন্বন্তরাদি বৈভবাবতার।