বিরুদ্ধার্থ কহ তুমি, কহিতে কর রোষ ৷
তোমার অর্থে অবিমৃষ্টবিধেয়াংশ-দোষ ৷৷ ৮৭ ৷৷
অবিমৃষ্ট-বিধেয়াংশদোষ,—অনুবাদ না বলিয়া বিধেয় অগ্রে বলিলে ঐ দোষ হয় । অবিমৃষ্ট—অবিচারিত ।
অবিমৃষ্ট-বিধেয়াংশ—বিধেয়াংশ অর্থাৎ অজ্ঞাত বস্তু যে-স্থলে প্রধানভাবে নির্দ্দিষ্ট হয় নাই, তথায় অবিমৃষ্ট-বিধেয়াংশ দোষ হয় । ইহার সংজ্ঞান্তর ‘বিধেয়াবিমর্শ’ ।