অনুবাদ ও বিধেয়-বিচারে “এতে চাংশকলাঃ” শ্লোক বা কৃষ্ণের অবতারিত্ব ব্যাখ্যা :—
তৈছে ইঁহ অবতার, সব তাঁর জ্ঞাত ৷কার অবতার?—এই বস্তু অবিজ্ঞাত ৷৷ ৭৯ ৷৷
ইঁহ—ইনি । “তাঁহার অবতারসকল” পরিজ্ঞাত বিষয় । ঐ অবতারসকল যাঁহার অবতার, সেই বস্তু এখন অবিজ্ঞাত ।