শ্লোকের ভাবার্থ-দীপিকায়—
বিরাড়্হিরণ্যগর্ভশ্চ কারণং চেত্যুপাধয়ঃ ৷
ঈশস্য যৎত্রিভির্হীনং তুরীয়ং তৎ প্রচক্ষতে ৷৷ ৫৩ ৷৷
বিরাট্, হিরণ্যগর্ভ ও কারণ—এইসকল মায়াসম্বন্ধীয় উপাধি । উপাধিশূন্য তত্ত্বই তুরীয় (চতুর্থ)।
শ্রীধরস্বামী স্ব-টীকায় ‘তুরীয়’ ব্যাখ্যা করিতে এই শ্লোকের অবতারণা করিয়াছেন,— বিরাট্ (স্থূলং) হিরণ্যগর্ভঃ (সূক্ষ্মং) কারণং (অবিদ্যা, প্রকৃতির্বা) ইতি [এতে] ঈশস্য (মহৎস্রষ্টুঃ পুরুষাবতারস্য) উপাধয়ঃ (প্রকাশবিশেষাঃ)। যৎ ত্রিভিঃ (এতৈঃ উপাধিভিঃ) হীনং (তৎসম্বন্ধবর্জ্জিতং) তৎ (পদং) তুরীয়ং (চতুর্থং, পুরুষত্ৰয়াতীতং বৈকুণ্ঠং) প্রচক্ষতে ।