কৃষ্ণ কহেন—“ব্রহ্মা, তোমার না বুঝি বচন ৷জীব-হৃদি, জলে বৈসে সেই নারায়ণ ৷৷” ৪৭ ৷৷
জীব-হৃদি—ব্যষ্টি ও সমষ্টি জীবের অন্তরে । জলে— কারণাব্ধিতে, গর্ভোদকে ও ক্ষীরোদকে ।