Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক ৩৬

Language: বাংলা
Language: English Translation
  • প্রাকৃতাপ্রাকৃত-সৃষ্ট্যে যত জীব রূপ ৷
    তাহার যে আত্মা তুমি মূল-স্বরূপ ৷৷ ৩৬ ৷৷

    প্রকৃতি হইতে গুণদ্বারা উৎপন্ন যে-সব বিভিন্ন বস্তু, সে-সকলই প্রাকৃত । গুণদ্বারা ক্ষোভের অযোগ্য যে-সকল নিত্য চিদ্বিলাস-বিচিত্রতা বর্ত্তমান, উহাই অপ্রাকৃত সৃষ্টি । অপ্রাকৃত-প্রকাশের অন্তর্গত মুক্তজীবকুল কৃষ্ণসেবাপর । কালের অধীন ত্রিগুণান্তৰ্গত বদ্ধজীব প্রাকৃত-সৃষ্টির অন্তর্ভুক্ত । অপ্রাকৃত-প্রকাশ মুক্তজীব নিরন্তর কৃষ্ণসেবা-নিরত, প্রাকৃত জীব সৰ্ব্বদা সুখদুঃখভোগাধীন । সঙ্কর্ষণই মুক্ত এবং বদ্ধজীবের মূলস্বরূপ অর্থাৎ তাঁহার তটস্থশক্তি হইতে বিবিধ জীব সেবোম্মুখ ও সেবাবিমুখ অবস্থায় নানারূপে অবস্থিত । মুক্ত হইয়া জীব অপ্রাকৃত রাজ্যে পাঁচপ্রকার বিভিন্নরসে আশ্রয়াধীন হইয়া ভগবৎসেবা-নিরত । আবার, ভোগময় রাজ্যে অবিদ্যাগ্রস্ত হইয়া আপনাকে বিষয়ী বলিয়া অভিমান করিয়া অপর বস্তুতে যোষিদ্‌বুদ্ধি করে । এই উভয়বিধ তটস্থশক্তি-পরিণামপ্রকাশ জীব শক্তিমৎ-তত্ত্বের আশ্রিত ।

Page execution time: 0.0374071598053 sec