Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক ২০

Language: বাংলা
Language: English Translation
  • শ্রীমদ্ভগবদ্গীতা (১০।৪২)—

    অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জ্জুন ৷
    বিষ্টভ্যাহমিদং কৃৎস্নমেকাংশেন স্থিতো জগৎ ৷৷ ২০ ৷৷

    Purport ("অমৃত-প্রবাহ-ভাষ্য", শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর)

    ২০। হে অর্জ্জুন, অধিক কি বলিব, আমি এক অংশে পরমাত্মরূপে অখিল জগতে প্রবিষ্ট হইয়া অবস্থিত ।

    ভগবান্ অৰ্জ্জুনকে নানাপ্রকারে নিজ সম্বন্ধতত্ত্ব বুঝাইয়া তাহার সংক্ষেপার্থ প্রকাশ করিতেছেন,— অথবা হে অৰ্জ্জুন,বহুনা (বাহুল্যেন পৃথক্ পৃথগুপদিশ্যমানেন) জ্ঞাতেন কিং [তব প্রয়োজনম্—অলমিত্যর্থঃ] । ইদং (চিদচিদাত্মকং) কৃৎস্নং (সমগ্রং) জগৎ একাংশেন (প্রকৃত্যাদ্যন্তর্যামিনা পুরুষাখ্যেন অংশেন) বিষ্টভ্য (অধিষ্ঠানত্বাৎ বিধৃত্য অধিষ্ঠাতৃত্বাদধিষ্ঠায়, নিয়ন্তৃত্বান্নিয়ম্য ব্যাপকত্বাৎ ব্যাপ্য) অহং (ভগবান্) স্থিতঃ।

Page execution time: 0.0357139110565 sec