ব্ৰহ্মসংহিতা (৫ ।৪০)—
যস্য প্রভা প্রভবতো জগদণ্ডকোটি-
কোটিস্বশেষবসুধাদিবিভূতিভিন্নম্ ৷
তদ্ ব্রহ্ম নিষ্কলমনন্তমশেষভূতং
গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি ৷৷ ১৪ ৷৷
কোটী কোটী ব্রহ্মাণ্ডে অশেষ, বসুধাদি ঐশ্বৰ্য্যদ্বারা পৃথক্র্কত, নিষ্কল, অনন্ত, অশেষভূত ব্রহ্ম যাঁহার প্রভা হইতে উৎপন্ন হইয়াছেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি ।
শ্রীব্রহ্মকৃত শ্রীগোবিন্দের তত্ত্ব ও মাহাত্ম্য স্তবাকারে ব্রহ্মসংহিতা-গ্রন্থের পঞ্চমাধ্যায়ে লিখিত আছে,—জগদণ্ডকোটি-কোটিষু (অসংখ্যব্রহ্মাণ্ডেষু) অশেষ-বসুধাদিবিভূতিভিন্নম্ (অনন্তব্ৰহ্মাণ্ডাদিভিরাকারাভির্বিভৃতিভির্ভিন্নং লব্ধপার্থক্যং) [ যৎ ] নিষ্কলং (নিরংশম্ অখণ্ডং পরিপূর্ণং) অনন্তং (খণ্ডজ্ঞানাতীতং) অশেষভূতং (সীমারহিতং) তদ্ব্রহ্ম প্রভবতঃ (প্রভাব-বিশিষ্টস্য) যস্য (গোবিন্দস্য) প্রভা (অঙ্গকান্তিঃ) তম্ আদিপুরুষং গোবিন্দং অহং ভজামি ।