অবতারী শ্রীচৈতন্যে সৰ্ব্ব অবতার অন্তর্ভুক্ত :—
অতএব চৈতন্য গোসাঞি পরতত্ত্ব-সীমা ৷তাঁ’রে ক্ষীরোদশায়ী কহি, কি তাঁর মহিমা ৷৷ ১১০ ৷৷
শ্রীচৈতন্যভাগবত মধ্য, ৬ষ্ঠ অঃ ৯৫ সংখ্যা— “শুতিয়া আছিনু মুই ক্ষীরোদসাগরে । নিদ্রাভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে।।”