ব্রহ্মসংহিতা (৫।১)—
ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ ৷
অনাদিরাদির্গোবিন্দঃ সৰ্ব্বকারণকারণম্ ৷৷ ১০৭ ৷৷
সচ্চিদানন্দ-বিগ্রহ কৃষ্ণই পরমেশ্বর ; তিনি স্বয়ং অনাদি ও সকলের আদি এবং সৰ্ব্বকারণের কারণ ।
কৃষ্ণঃ (ব্রজেন্দ্রনন্দনঃ) পরমঃ ঈশ্বরঃ (বলদেব-নারায়ণ-বাসুদেব-সঙ্কৰ্ষণ-প্রদ্যুম্নানিরুদ্ধ- কারণগর্ভক্ষীরার্ণবত্রয়শায়ি-পরমাত্ম-পুরুষাবতার-মৎস্যকূর্ম্মবরাহ-রামনৃসিংহাদি-নৈমিত্তিকাবতার-ব্রহ্ম-শিবাদি-গুণাবতার-নির্ব্বিশেষ ব্রহ্মমহেন্দ্রাদি-বিভৃত্যবতারাণাং সৰ্ব্বেষাং পতিঃ) সচ্চিদানন্দ-বিগ্রহঃ (সন্ধিনী-সম্বিৎ-হলাদিনী-শক্তিত্রয়-সমন্বিতঃ) অনাদিঃ (আদিরহিতঃ—‘অহমেবাসমেবাগ্রে’ ইতি পদবাচ্যঃ) আদিঃ (সৰ্ব্বেষাং মূলরূপঃ) সৰ্ব্বকারণকারণং (সৰ্ব্বকারণানাং কারণং মূলং) গোবিন্দঃ ।