Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক ১০৩

Language: বাংলা
Language: English Translation
  • জীবশক্তি :—

    জীবশক্তি তটস্থাখ্য, নাহি যার অন্ত ৷
    মুখ্য তিনশক্তি
    , তার বিভেদ অনন্ত ৷৷ ১০৩ ৷৷

    Purport ("অমৃত-প্রবাহ-ভাষ্য", শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর)

    ১০১-১০৩। চিচ্ছক্তি—স্বরূপশক্তির নামান্তর অন্তরঙ্গা শক্তি; তাহা হইতে বৈকুণ্ঠাদিধামে বৈভবানন্ত-প্রকাশ । তটস্থাখ্য জীবশক্তি হইতে বদ্ধ মুক্ত অনন্ত জীব । বহিরঙ্গা মায়াশক্তি হইতে প্রাকৃত ব্রহ্মাণ্ডগণের অনন্ত বৈভব ।

    শ্বেতাশ্বতরে ৬ষ্ঠ অধ্যায় ৮ম মন্ত্র—“ন তস্য কার্য্যং করণঞ্চ বিদ্যতে, ন তৎ সমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে । পরাস্যশক্তির্বিবিধৈব শ্রূয়তে, স্বাভাবিকী জ্ঞানবলক্রিয়া চ।।”*[1]

    [1] * সেই পরমেশ্বরের প্রাকৃত ইন্দ্রিয়াদি নাই, সেহেতু সেই ইন্দ্রিয়াদিসাধ্য কাৰ্য্যও নাই। তাঁহার সমান বা অধিক বস্তু নাই। তাহার পরাশক্তি স্বাভাবিকী এবং তাহা জ্ঞান (চিৎ), বল (সৎ) ও ক্রিয়া (আনন্দ)-ভেদে বিবিধা।

Page execution time: 0.0534269809723 sec