বিলাসে লীলাভেদ হইলেও তত্ত্বতঃ অভেদ :—
এই ছয় রূপে হয় অনন্ত বিভেদ ৷
অনন্তরূপে একরূপ, নাহি কিছু ভেদ ৷৷ ১০০ ৷৷
কৃষ্ণের স্বরূপের ছয়প্রকার বিলাস—প্রাভব ও বৈভবরূপে দুইপ্রকার প্রকাশ ; অংশ ও শক্ত্যাবেশরূপে দুইপ্রকার অবতার ; বাল্য ও পৌগণ্ডরূপে দুইপ্রকার ধর্ম্ম—এই ছয়প্রকার । কিশোরস্বরূপ কৃষ্ণ এই ছয়প্রকার স্বরূপবিলাসে বিশ্ব ভরিয়া লীলা করিয়াছেন । ইহাতে এই ছয়রূপের অনন্ত বিভেদ; অনন্ত হইয়াও কৃষ্ণ এক অখণ্ডতত্ত্ব ।